পি.এইচ.পি ফ্যামিলি কর্তৃক রোটারী ক্লাব অব বান্দরবানকে এ্যাম্বুলেন্স হস্তান্তর


প্রকাশের সময় :১৯ মে, ২০১৭ ৭:২৬ : অপরাহ্ণ 659 Views

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-আলহাজ্ব সূফি মিজান ফাউন্ডেশন পি.এইচ.পি ফ্যামিলি কর্তৃক রোটারী ক্লাব অব বান্দরবানকে এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান ১৯মে জুমাবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান মেঘলা ভেনাস রির্সোট এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.এইচ.পি ফ্যামিলি এর চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান,পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সদর উপজেলা পষিদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী এম.আব্দুল আজিজ,রোটারী ক্লাব অব বান্দরবান এর ভারপ্রাপ্ত সভাপতি বাবু অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিং ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা।অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব বান্দরবান এর অন্যতম নেতা মোজাম্মেল হক লিটন।এছাড়াও অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বান্দরবান এর নেতা রোটারিয়ান মোঃশফিকুর রহমান বাবুল,রোটারী ক্লাব অব বান্দরবান এর নেতা রোটারিয়ান আনোয়ার হোসেন,রোটারিয়ান ও লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃইসমাইল,রোটারিয়ান জামাল আব্দুল নাছের,রোটারী ক্লাব অব বান্দরবান এর প্রভাবশালী সদস্য রোটারিয়ান সাংবাদিক নাসিরুল আলম,রোটারী ক্লাব অব বান্দরবান এর প্রভাবশালী সদস্য রোটারিয়ান নাজমুল হাসান ভূঁইয়া,রোটারী ক্লাব অব বান্দরবান এর প্রভাবশালী সদস্য রোটারিয়ান আনিছুর রহমান সুজন,রোটারী ক্লাব অব বান্দরবান এর প্রভাবশালী সদস্য রোটারিয়ান কাজী মোঃ মুহিউদ্দিন,রোটারিয়ান ঝন্টু বাবু,রোটারিয়ান আশুতোষ দাশ,রোটারিয়ান তরুন কান্তি দাশ,রোটারিয়ান ফারুক চৌধুরী প্রমুখ।প্রধান অতিথি বলেন,রোটারী ক্লাবের সকল কর্মকান্ডকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মানব সেবাই তাদের আরো নিবেদিত হয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন,আজ আমাদের মাঝে এক আলোকিত মানুষ পি.এইচ.পি ফ্যামিলি এর চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমানকে পেয়ে আমরা আনন্দিত,তিনি জীবনে বহু কঠিন সময় পার করে আজ এই অস্থানে এসেছেন,তিনি দাতা হিসেবে যে এ্যাম্বুলেন্সটি আমাদেরকে দিলেন সেটি আমাদের প্রতিটি জাতির তথা মুসলিম,হিন্দু,বড়ুয়া, উপজাতি সকলের কাজে ব্যবহার করা যাবে,আমি আশা করি তিনি পার্বত্য এলাকার গরীব অসহায় মানুষের জন্য ভবিষ্যতে বান্দরবানে বড় ধরনের ইন্ডাষ্ট্রি গড়ে তুলবেন,যে খানে এলাকার বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।আমি তাঁর উত্তরোত্তর উন্নত জীবন ও সু-স্বাস্থ্য কামনা করি।বিশেষ অতিথির বক্তব্যে পি.এইচ.পি ফ্যামিলি এর চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান বলেন,আমি আমার দীর্ঘ সংগ্রামী জীবনের ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন,আমি প্রথম জীবনে এক শত টাকা মুজুরীতে চাকুরী শুরু করেছিলাম,সততা নিষ্ঠা-ও নিরলস পরিশ্রমের মাধ্যমে মহান আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন,এই সম্পদের মালিক আমি নই,এই সম্পাদের মালিক মহান দয়ালু আল্লাহ,তিনি দয়াকরে মায়া করে আমাকে এই সম্পদের কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করেছেন।আল্লাহ আমাকে সাহায্য করলে আগামীতে বান্দরবানে একটি আর্ন্তজাতিক মানের ভোকেশনাল ট্রেনিং স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার ইচ্ছা পুুুুষন করছি, আপনারা সকলে আমার জন্য বেশী বেশী করে দোয়া করবেন।নানা উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যেমে ব্যাপক সফলতা সম্ভব বলে মনে করেন অতিথিরা।অনুষ্ঠানে অতিথিবৃন্দরা রোটারী ক্লাবের নানা কর্মকান্ড সকলের সামনে তুলে ধরেন এবং রোটারী ক্লাবকে অরো শক্তিশালি করার জন্য সকলের কাছ থেকে আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন।পরিশেষে আলহাজ্ব সূফি মিজান ফাউন্ডেশন পি.এইচ.পি ফ্যামিলি কর্তৃক রোটারী ক্লাব অব বান্দরবানকে এ্যাম্বুলেন্স হস্তান্তর এর মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!