

পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।গত শুক্রবার সকালে বান্দরবান রোয়াংছড়ি সড়কের হানসামা পাড়া এলাকায় নয়াপতং খালের উপর প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হানসামা পাড়া মাঠে সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুুদ্দুস ফরাজী,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম.জাহাঙ্গীর,রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান,চহাইমং মার্মা,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপম।বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলে উদ্দিন চৌধুরী।এসময় স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এবিষয়ে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, সেতুটি নির্মাণ হলে বান্দরবানের সাথে রোয়াংছড়ি ও রুমা উপজেলার সড়ক যোগাযোগ আরও উন্নত হবে।