এই মাত্র পাওয়া :

দেশে টিকা নিয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৩ : পূর্বাহ্ণ 465 Views

করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন প্রায় ২৫ লাখ মানুষ
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে আজ মঙ্গলবার টিকা নিয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন। টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।মোট টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ রয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন এবং নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন। তাদের মধ্যে ৬৩০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা মোট গ্রহিতার শতকরা শূন্য দশমিক ০২৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৪৪৩ জন আর সিলেট বিভাগে ৯ হাজার ৮৬ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!