দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন অনন্য উদাহরণঃ ইয়াছমিন পারভীন তিবরীজি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১০ মার্চ, ২০২৩ ৩:৩৭ : অপরাহ্ণ 275 Views

বান্দরবানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে।শুক্রবার (১০ই মার্চ) দিবসটি উপলক্ষে বান্দরবান সদর এর সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দূর্যোগ পূর্ববর্তী সচেতনতা ও দূর্যোগের ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে ছাত্র ছাত্রীদের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে দূর্যোগ মোকাবিলার মহড়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো.ছাইফুল্লাহ্ মজুমদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার দিবসের প্রতিপাদ্য করা হয়েছে “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময়”।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ দূর্যোগ মোকাবেলায় এখন অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।অতীতের যে কোন সময়ের চেয়ে সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম।দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব।পূর্ব প্রস্তুতি থাকলে যে কোন দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা যায়।তাই দূর্যোগ সম্পর্কিত আগাম ধারণা ও প্রস্তুতি গ্রহণের জন্য সকলকে তিনি সজাগ থাকার আহবান জানান।

এসময় জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের নিয়ে অগ্নিনির্বাপন কৌশলে বিভিন্ন মহডায় অংশগ্রহন করেন জরুরী পরিস্থিতিতে সিভিল ডিফেন্স এর মহড়া কার্যক্রম গুলো পর্যবেক্ষণ করেন।জেলা প্রশাসন আয়োজিত এই মহড়ায় সহযোগিতা করে বান্দরবানের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!