দুর্ধর্ষ ছিনতাই ও মাদক কারবারী সেই রকি বড়ুয়া সহযোগিসহ গ্রেফতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৮ এপ্রিল, ২০২৩ ২:৩৪ : অপরাহ্ণ 478 Views

সাম্প্রতিক সময়ে বান্দরবান বিশ্বিবিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস এলাকাসহ সুয়ালকে ত্রাস সৃষ্টিকারী এবং দুর্ধর্ষ ছিনতাই ও মাদক কারবারী রকি বড়ুয়া কথিত রকি ভাইকে ১ সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৮ এপ্রিল) সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছে বান্দরবান জেলা পুলিশ।এতে জানানো হয়,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় বান্দরবান সদর থানা এর অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলামের নেতৃত্বে বান্দরবান সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুর্ধর্ষ ছিনতাই ও মাদক কারবারী রকি বড়ুয়া (২৫) কে গ্রেফতার করে পুলিশ।সে বান্দরবান সদর থানাসহ ৮টি মামলার এজাহারভুক্ত একজন আসামি।

তার অপর সহযোগী হলেন এজাহার নামীয় ৩নং আসামী মো.এমরান (২২)।রকি বড়ুয়ার বিরুদ্ধে বান্দরবান সদর থানা এবং চট্রগ্রাম এর সাতকানিয়া থানায় চুরি,ছিনতাই ও মাদকের ৮টি মামলা রয়েছে।জানা যায়,আসামী রকি বড়ুয়া এর নেতৃত্বে একটি অপরাধী চক্র দীর্ঘ দিন যাবৎ বান্দরবান সদর থানাধীন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এলাকা ও হলুদিয়া বাজার এলাকায় মাদক ব্যবসা,চুরি,ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছে।এবিষয়ে পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম বলেন,যারাই অপরাধের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।চুরি ও ছিনতাই কাজে জড়িত অন্য আসামিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।মাদক,চুরি ও ছিনতাই এর মতো অপরাধসহ যাবতীয় অপরাধ দমনে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানান পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম।প্রেস ব্রিফিংকালে,অতিরিক্ত পুলিশ সুপার মো:জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,ছিনতাইকারী ও মাদক কারবারী রকি বড়ুয়া প্রকাশ কথিত রকি ভাই কে নিয়ে সিএইচটি টাইমস ডটকম অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে।এতে উঠে আসে এই উঠতি বয়সী ছিনতাইকারীর নানা কৃতকর্মের খবর।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!