এই মাত্র পাওয়া :

জেলা প্রশাসক গোল্ডকাপঃ জয় দিয়ে শুরু করলো ফেভারিট নাইক্ষ্যংছড়ি উপজেলা দল


আবুল বাশার নয়ন (বিশেষ প্রতিনিধি) বান্দরবান প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৪৪ : অপরাহ্ণ 353 Views

জয় দিয়ে বান্দরবান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শুভ সূচনা করেছে নাইক্ষ্যংছড়ি উপজে ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে রোয়াংছড়ি উপজেলা একাদশকে ২-০গোলে হারিয়েছে এই আসরের দর্শকদের ফেবারিট দলটি।

মঙ্গলবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে খেলার প্রথমার্ধের ১৫মিনিটে নাইক্ষ্যংছড়ির পক্ষে প্রথম গোল করেন ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় জসিম এবং দ্বীতিয়ার্ধে দ্বিতীয় গোলটি করেন ১০নং জার্সিধারী দলীয় অধিনায়ক উসাই মং মারমা।

ম্যাচের শুরু থেকে নাইক্ষ্যংছড়ি একাদশ পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রোয়াংছড়ি একাদশের ওপর। করতে থাকে মুহুর্মুহ আক্রমণ। তবে রোয়াংছড়ির পক্ষে গোল রক্ষক রুখে দেন বেশ কয়েকটি আক্রমণ।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত খেলোয়াড় জসিম উদ্দিন এর হাতে পুরষ্কার তুলে দেন টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

এদিকে স্টেডিয়ামে উপস্থিত থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা একাদশ দলের খেলোয়াড়দের উৎসাহ যোগান এ্যাডভোকেট মুরশেদুল আলম রুবেল,টিম ম্যানেজার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি বদুর উল্লাহ,ব্যাংকার তানজিম, সংগঠক মিজানুর রহমান। এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলা একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো: হোসাইন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!