চট্রগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৩ ৬:৪৭ : অপরাহ্ণ 962 Views

চট্রগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান পুলিশ লাইন্স মাঠে বুধবার (৮ই মার্চ) জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান এর পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম।এসময় তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী খেলার শুভ সুচনা করেন।

উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা পুলিশ ফুটবল দল ৬-০ গোলে নোয়াখালী জেলা ফুটবল দলকে পরাজিত করেন।এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.জাহাঙ্গীর,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো.সালাহ উদ্দিন,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারন সম্পাদক মিনারুল হক উপস্থিত ছিলেন।জেলা পুলিশ সুত্রে জানা যায় এবারের এই টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহন করছে।

উদ্বোধনী খেলায় বান্দরবান পুলিশ দলের ১৬নং জার্সিধারী খেলোয়াড় কমল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।তিনি টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ধারী হিসেবে মাঠের খেলায় আলো ছড়িয়েছেন।নিজে তিনটি গোল করেছেন এবং অন্য তিনটি গোলেও তিনি এসিস্ট করেন।

বান্দরবান জেলা পুনাক এর সভাপতি মিসেস সোহানা তারিক ম্যাচের সেরা খেলোয়াড় কমল এর হাতে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার তুলে দেন।উদ্বোধনী খেলায় ধারাভাষ্যকার হিসেবে ধারা বর্ননা করেন ক্রীড়া সংগঠক মাহফুজুর রশির বাচ্চু।১৮ই মার্চ শনিবার বান্দরবান জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!