
আগামী ১৩ মার্চ চট্টগ্রামে বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি রোববার সাংবাদিকদের জানান, “বর্তমানে ছাপানোর কাজ চলছিল তা খুব ধীর গতির। আগামী সপ্তাহ থেকেই প্রতিদিন দেড় লাখ করে কার্ড উৎপাদন করা হবে। এক্ষেত্রে স্মার্টকার্ড বিতরণের ব্যাপ্তি আরও বাড়বে।
রাজধানীর বাইরে ১৩ মার্চ থেকেই চট্টগ্রামে বিতরণ শুরু হবে।”
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী তিন মাসের মধ্যেই ঢাকায় কার্ড বিতরণ শেষ করে ডিসেম্বরের মধ্যে সারাদেশে তা শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
“চট্টগ্রামে উদ্বোধন উপলক্ষে সিইসি, ইসি সচিব যাবেন। ১৩ মার্চে উদ্বোধনের পর বিতরণের পরিধিও বাড়বে। এপ্রিলে রাজশাহী, পরবর্তীতে খুলনাসহ বাকি এলাকাগুলোয় পর্যায়ক্রমে বিতরণ শুরু করা হবে।”