খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদকের মৃত্যুতে খালেদা জিয়ার শোক প্রকাশ


প্রকাশের সময় :১৭ জুন, ২০১৭ ১২:৫৫ : পূর্বাহ্ণ 563 Views

ঢাকাঃ-খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত আজ বেলা ১-৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।গতকাল এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন,মরহুম মোস্তাফিজুর রহমান মিল্লাত খাগড়াছড়ি জেলা বিএনপিকে সুসংগঠিত,শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।মরহুম মিল্লাত জীবদ্দশায় সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন।সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম মোস্তাফিজুর রহমান মিল্লাত আজীবন দলীয় আদর্শের প্রতি ছিলেন অবিচল।তার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি একজন দক্ষ,কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম মোস্তাফিজুর রহমান মিল্লাত এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ,নিকটজন,গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন,খাগড়াছড়ি জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তিনি যে শ্রম দিয়ে গেছেন তা নেতাকর্মীরা কোনদিনই বিস্মৃত হবেন না।তার মতো ত্যাগী ও আদর্শবাদী নেতার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম মোস্তাফিজুর রহমান মিল্লাত এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!