কলাগাছের তন্তু থেকে সুতাঃ প্রত্যন্ত ক্রাউ আমতলী পাড়ার নারীরা পেলো প্রশিক্ষণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৬ : অপরাহ্ণ 78 Views

বান্দরবানে কলা গাছের তন্তু থেকে তৈরি হচ্ছে সুতা।সেই সুতা দিয়েই তৈরী হচ্ছে ঘরের শৌখিন ব্যবহার্য বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য সামগ্রী।বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে কলাগাছের তন্তু থেকে কাপড় তৈরীর জন্য সুতা উৎপাদন এবং সুতা হতে কাপড় বুননের প্রশিক্ষণ কর্মসূচি চলছে।জেলা প্রশাসন বাস্তাবায়িত এসব প্রশিক্ষণ কর্মসূচি নারী অগ্রযাত্রায় নতুন দ্বার উন্মোচন করবে এমনটাই মনে করছে বান্দরবানের স্থানীয়রা।নারীদের অর্থনৈতিক ভীত্তি মজবুত করতেই জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর দুরদর্শী চিন্তাভাবনার ফসল কলাগাছের সুতা থেকে পন্য উৎপাদনের বিশেষ এই কর্মসূচি।যা প্রশংসিত হয়েছে বান্দরবানের সর্বমহলে।এরই অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন এর ক্রাউ আমতলী পাড়ায় কলাগাছের তন্তু দিয়ে হস্তশিল্পজাত পণ্য উৎপাদনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.ফজলুর রহমান।১ দিনের এই প্রশিক্ষণে স্থানীয় ২২জন নারী অংশগ্রহন করে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপপরিচালক আতিয়া চৌধুরী,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাইন সাইন উ নিনি,সুতা ও কাপড় তৈরীর প্রশিক্ষক রাধা বতি দেবি,হেমন্ত কুমার সিং।এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ও গ্রাউস প্রতিনিধি উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে সহযোগিতা করে মহিলা বিষয়ক অধিদপ্তর এর বান্দরবান কার্যালয়।

উল্লেখ্য,কলা গাছের তন্তু থেকে সুতা তৈরির প্রথম কার্যক্রম শুরু হয়েছিলো এই ক্রাউ আমতলি পাড়ায়।২০২১ সালের ১১ ডিসেম্বর প্রাথমিকভাবে প্রশিক্ষণমূলক কার্যক্রম শুরু হয়।পরে একই বছরের ১৬ ডিসেম্বর কলাগাছের তন্তু থেকে সুতা উৎপাদন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।সেসময় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন,উদ্দীপন,গ্রাউস,এসএমই ফাউন্ডেশন কলাগাছের তন্তু থেকে সুতা উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়।

এদিকে সদ্য সমাপ্ত জেলা প্রশাসক সম্মেলনে কলাগাছের তন্তু থেকে সুতা উৎপাদনের বিষয়টি আলোচনা সৃষ্টি করে এবং জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর এমন দুরদুর্শী চিন্তাভাবনার উদ্যোগ কে প্রশংসায় ভাসিয়েছেন সরকারের নীতিনির্ধারক মহল।এমনকি কলাগাছের তন্তু থেকে সুতা উৎপাদন নিয়ে গবেষনার ঘোষনা দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী গাজি গোলাম দস্তগীর এমপি।তিনি জানান,পাটজাত পন্য তৈরিতে কলাগাছের তন্তু থেকে উৎপাদিত সুতার বাজার সৃষ্টি,গুনগত মান এবং উৎপাদনসহ প্রতিটি বিষয়ের উপর পৃথক পৃথকভাবে গবেষনা করবে মন্ত্রনালয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!