শিরোনাম: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগঃ সাইফুলের খোঁজে পুলিশের অভিযান অনলাইন সেবাসমূহ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জীবনমান উন্নয়নে জনসাধারনের পাশে থাকবে জেলা প্রশাসনঃ ডিসি শামীম আরা রিনি দেবতাখুমে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা করলো উপজেলা প্রশাসন না ফেরার দেশে নীলিমা বড়ুয়াঃ সিএইচটি টাইমস ডটকমের শোক প্রকাশ পর্যটকের মৃত্যুঃ ট্যুর এক্সপার্ট এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেয়া হবেঃ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবেঃ সাচিং প্রু জেরী

করোনা মোকাবেলায় বান্দরবান পৌরসভার মেয়রকে সাবেক মেয়রের ফেসবুক বার্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ জুন, ২০২০ ৩:৩০ : অপরাহ্ণ 557 Views

চলমান করোনা ভাইরাস মোকাবেলায় বান্দরবান পৌরসভার মেয়রকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন সাবেক মেয়র জাবেদ রেজা। তিনি জানান,“ আমরা চাই, সম্মিলিত ভাবে সবাই করোনা মোকাবেলায় এগিয়ে আসুক। সবার আগে জনগণের নিরাপত্তা, তাই আমরা দলমত নির্বশেষে এই মহামারী মোকাবেলায় কাজ করতে চাই। সেই উদ্দেশ্য থেকেই বর্তমান মেয়রের দৃষ্টি আকর্ষনের উদেশ্য আমার এই ফেসবুকে বার্তা। ”

ফেসবুক বার্তায় তিনি যা লিখেছেন:

প্রিয় মেয়র মহোদয়,
বান্দরবান পৌরসভা
আস্ সালামু আলাইকুম,

সৃষ্টির সেরা জীব মানুষ আর সৃষ্টিকর্তাকে সহজে খুশি করার সহজ পথ হল মানবসেবা। আর সম্মান,ক্ষমতা,চেয়ার সবকিছুর মালিক একমাত্র আল্লাহ্। আল্লাহ্কে সম্তুষ্টি করার সুযোগ “ঈঙঠওউ-১৯” আমাদেরকে দেখিয়ে দিচ্ছে।

কিছু বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি-

* পৌর-হটলাইন চালু করা এখন সময়ের দাবী।

* জানতে পারলাম এক বৎসর যাবত পৌরসভার নিজস্ব এ্যাম্বুলেন্সটি নষ্ট। করোনায় ব্যস্ত হয়ে পৌর-এলাকায় আমাদের গর্ভবতী মা-বোনদের, হার্টের রোগী, ছোটখাটো দুর্ঘটনার রোগীর কথা ভুলে গেলে চলবেনা। তাদের জন্য গভীর রাতে পৌর এম্বুলেন্সের বিকল্প নেই। এ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত করার ব্যবস্থা নেয়া যায় ,আর এই সময়টাতে সাদা পিক-আপ গাড়িটা দিয়ে আপাতত রাতে নাগরিক সেবাটা দেয়া যেতে পারে।

* বান্দরবানে বেসরকারি দুটো হাসপাতাল আছে, তাদের এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে হবে। বান্দরবান সদরে মোট ৮টি এ্যাম্বুলেন্স আছে যা পৌর-এলাকার জন্য যথেষ্ট, কিন্ত দুর্ভাগ্য সদর হাসপাতাল ছাড়া আর কোন এম্বুলেন্স সহজে পাওয়া যায়না।

* লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে পৌর মেয়র এর ভূমিকা অপরিসীম, নাগরিক সেবার নিশ্চয়তা দিয়ে নয়টি ওয়ার্ডকে সম্পুর্ন বিচ্ছিন্ন করে ফেলে কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে এরিয়া ভিত্তিক ভ্রাম্যমাণ বাজার বসানো যেতে পারে। অথবা দুয়ারে বাজার/ আমাদের দোকান /হাতের মুঠোয় বাজার নামক ইত্যাদি সহ যারা অনলাইন বাজার হিসেবে কাজ করছে তাদের সাথে কথা বলে পৌর-এলাকায় কাজ করার জন্য চুক্তি করা যায় (তবে কোনভাবেই বাজারদরের বেশি নেওয়া যাবেনা)

* আপনার কাউন্সিলররা অনেক দায়িত্ববান এবং এখানে অভিজ্ঞ ও বারবার নির্বাচিত অনেক কাউন্সিলর আছে তাদের সাথে বসে এলাকায় খন্ডকালীন কিছু নির্দলীয় সেচ্ছাসেবী নিয়োগ দিন।

* সদর থানার ওসি সাহেব – পৌর-পরিষদ বসে আইনশৃংঙ্খলা ঠিক রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত।

* পৌরসেবা আর হাসপাতালের জরুরি সেবা একই জিনিস।

* সাংবাদিক ও সদ্য শেষ হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া যুবকদের সহযোগীতায় সঠিক তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।

* জনপ্রতিনিধি ব্যতীত শুধু প্রশাসন দিয়ে কখনও লকডাউন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।

* আপনি অনেক সৌভাগ্যবান মানুষ, মেয়রের পাশাপাশি আপনি সরকারি দলেরও গুরুত্বপূর্ণ ব্যক্তি সুতরাং আপনার কাছে পৌরবাসীর প্রত্যাশা অন্য জনপ্রতিনিধির চেয়ে একটু বেশি।

* এই কর্মযজ্ঞ করতে গেলে অর্থ প্রয়োজন,এওজানি পৌরসভায় রাজস্ব সংকট আছে। তবে দুর্নীতি আর অনিয়ম এক নয়,এই দুর্যোগ মুহুর্তে একটু অনিয়ম হলে আপনার জনগণ মেনে নিবে।

আল্লাহ্ আপনাকে নিরাপদে রাখুক।

জাবেদ রেজা( সাবেক মেয়র)
বান্দরবান পৌরসভা

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
June 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!