ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ভঙ্গের দায়ে দুঃখ প্রকাশ করলো সুয়ালক এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২ জুলাই, ২০২৩ ৩:৫১ : অপরাহ্ণ 506 Views

বহু ত্যাগ ও তিতিক্ষার পর সুয়ালক উচ্চবিদ্যালয় এর ৪০ বছর পূর্তি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।গত ১ জুলাই রোজ শনিবার সুয়ালক উচ্চবিদ্যালয় এর এই বৃহৎ ও বর্ণিল আয়োজন সমাপ্ত হয়।আমাদের এই আয়োজন যত সুন্দর এবং বর্ণিলই হোক না কেনও আলোচনা সভা অনুষ্ঠানে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ভঙ্গ এই অনুষ্ঠানকে কলঙ্কের একটি তীলক একে দিয়েছে।এই ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ভঙ্গের সম্পুর্ন দায়ভার আমাদের এবং আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞানের কারনে অনিচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটেছে।উল্লেখ করছি এই ক্রুটির জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কঠোর ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত হওয়ায় আমরা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এবং নিঃশর্ত ক্ষমা সুন্দর বিবেচনায় নেয়ার আবেদন জানাচ্ছি।সিএইচটি টাইমস ডটকম কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর আহ্বায়ক আব্দুল মান্নান রানা।এদিকে এমন ঘটনা কে অনভিপ্রেত এবং অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী লুৎফুর রহমান (উজ্জ্বল)।তিনি বলেন,এই ঘটনার দায় আমি কোনওভাবেই এড়াতে পারিনা।এইজন্য আমি মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি।তবে এখানে উদ্দেশ্যমূলকভাবে কোনও তৎপরতা ছিলো কিনা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!