আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য নিয়ে পুলিশ কর্মকর্তার কবিতা “নারী”…


ফেসবুক কর্নার প্রকাশের সময় :৮ মার্চ, ২০২২ ১১:৩১ : অপরাহ্ণ 225 Views

নারী

মো. আলী আশরাফ মোল্লা

নারী আজ শুধু ঘরের কোনে আবদ্ধ নয়
নারী আজ সারা বিশ্বে স্বমহিমায় প্রজ্জ্বলিত
নারী এখন শুধুই ঘরের কাজেই সীমাবদ্ধ নয়
নারী এখন জয় করে চলেছে ঘরে বাহিরে সর্বত্র।

নর যেমন পারে নারী ও তেমন পারে
শুধুই তাদের কাজের পরিবেশ দিতে হবে
আন্তরিক নিষ্ঠা আর দক্ষতায় তারা জয় করে
সকল অসাধ্য আর প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে।

নারী কে শুধুই নারী হিসেবে নয়
মানুষ হিসেবে মূল্যায়ন করো
দেখবে তারা তোমার আমার চেয়েও
অনেক দুঃসহ কাজ অনায়াসেই করে ফেলে।

নারী একটি শক্তিমান এবং ধৈর্যশীল এক নাম
নারী সংগ্রামী জীবনের একটি বাস্তব প্রতিচ্ছবি
নারীর সংগ্রাম চলছেই অবিরাম অবিরত
বাবার বাড়ি আর স্বামীর বাড়ি সবখানে সবর্ত্র।

নারী এমন কোমল হ্নদয়ের অধিকারী
যেখানে পাথরও গলিত হয় নিমিষেই
তাদের সাথে মিষ্টি মুখর আন্তরিকতায়
রাগ ভুল ভ্রান্তি ক্ষমা করে একটু ভালোবাসাতেই।

নারী মায়ের জাতি, নারী বোনের জাতি
নারী বউয়ের জাতি,নারী মেয়ের জাতি
নারীকে সম্মান করো শ্রদ্ধা করো ভালো বাসো
নারীর প্রতি করো না হিংসাত্নক কোন পক্ষপাতিত্ব।

নারী পুরুষের নয় কোন ভেদাভেদ নয় কোন বৈষম্য
সবাই সমান মর্যাদায় এগিয়ে যাবে বীর দর্পে সর্বত্র। নারী তুমি হয়ে উঠো আরও বেশি মহীয়ান গড়িয়ান
তোমার জন্যেই হয়েছে পৃথিবী বেশি সৌন্দর্যমন্ডিত।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!