

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই একমাত্র লক্ষ্য।নির্বাচনে কোনও রকমের বিশৃঙ্খলা সহ্য করা হবেনা জানিয়ে তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা সুসমন্বয়ের লক্ষ্যে পুলিশ,বিজিবি, র্যাব,আনসার বাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সক্রিয় ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন,বান্দরবানে বিগত ইউপি নির্বাচনগুলো যেভাবে নিরপেক্ষ হয়েছে এবারও এর ব্যতিক্রম হবেনা।বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে থানচি, রোয়াংছড়ি ও বান্দরবান সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল (পিপিএম, সেবা),জেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল করিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা,সদর জোন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফজলে রাব্বি,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর বুধবার রোয়াংছড়ি ও থানচি উপজেলা এবং আগামী ৫ জানুয়ারি বান্দরবান সদর উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কে কেন্দ্র করে সকল নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়।