সিএইচটি টাইমস ডটকমকে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র শুভেচ্ছা


প্রকাশের সময় :১৫ মার্চ, ২০১৭ ১১:১০ : অপরাহ্ণ 978 Views

প্রেস বিজ্ঞপ্তিঃ-সিএইচটি টাইমস ডটকম এর অগ্রযাত্রা শুভ হউক।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে সিএইচটি টাইমস ডটকম এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই-আন্তরিক শুভেচ্ছা।একটি আধুনিক সমৃদ্ধময় ও শোষণমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ও সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২৮টি ন্যাস্ত বিভাগের বিভাগীয় কার্যক্রমের সমন্বয় সাধনসহ নিম্নবর্নীত উন্নয়ন কর্মসূচী গ্রহণ এবং বাস্তবায়ন করছেঃ-

১) মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্রতা হ্রাসকল্পে বিভিন্ন কর্মসূচি ও সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ,দুঃস্থ ও এতিমদের কল্যাণার্থে আশ্রয় সদন পরিচালনা ও অনুরূপ সেবামূলক প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান।

২) প্রাথমিক বিদ্যালয়, সাধারণ পাঠাগার ও ছাত্রাবাস স্থাপন ও রক্ষণাবেক্ষণ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নের জন্য আর্থিক মঞ্জুরী প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান, গরীব ও দুঃস্থ ছাত্রদের জন্য বিনামুল্যে পাঠ্যপুস্তক সরবরাহ।

৩) জাতীয় এবং উপজাতীয় সংস্কৃতি চর্চা, উন্নয়ন, সংরক্ষণ, পাবলিক হল ও কমিউনিটি সেন্টার স্থাপন, বিভিন্ন দিবস উদযাপন, স্থানীয় ঐতিহাসিক ও আদি বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ এবং ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।

৪) যোগাযোগ ও পরিবহণ ব্যাবস্থার উন্নয়নের জন্য ব্রীজ, কালভার্ট, রাস্তা-ঘাট, সিড়ি নির্মাণ ও সংরক্ষণ।

৫) মৎস সম্পদ উন্নয়ন ও সেচ সুবিধা সৃষ্টির জন্য বাধ ও গোদা নির্মাণ/সংস্কার, পুকুর খনন ও উন্নয়ন, মৎস খামার স্থাপন ও মৎস চাষ সম্প্রসারণে সহযোগিতা প্রদান।

৬) নিরাপদ পানীয় জলের উৎস সৃষ্টি ও পানীয় জল সরবরাহের লক্ষে রিংওয়েল, টিউবওয়েল স্থাপন ও সংরক্ষণ, পানীয় জলের প্রাকৃতিক উৎসসমূহ যথাযথ সংরক্ষণ এবং স্যানিটেশন ব্যাবস্থার উন্নয়ন।

৭) ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং হাট বাজার স্থাপন, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামাঞ্চলে উৎপাদিত পণ্যসামগ্রীর বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা।

৮) কৃষি উন্নয়নের লক্ষে কৃষি খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ,উন্নত কৃষি যন্ত্রপাতি প্রচলন ও কৃষকগণকে উক্ত যন্ত্রপাতি সরবরাহ, ভূমি ব্যাবহার ও পূনরুদ্ধার, বৃক্ষ রোপণ ও বনায়ন এবং কৃষি পূনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন এবং

৯) সমবায় সমিতি গঠন ও উন্নয়নের জন্য সহায়তা প্রদান, সমবায় ভিত্তিক আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য উৎসাহ ও সহযোগিতা প্রদান।

একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও সম্প্রীতির মডেল জেলা হিসেবে বান্দরবানকে গড়ে তোলাই হলো আমাদের দৃঢ় অঙ্গীকার-

(ক্য শৈ হ্লা)
চেয়ারম্যান
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!