বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান হাফেজঘোনা শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫৯ : পূর্বাহ্ণ 129 Views

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও ঠিকাদার তাপস কান্তি দাশ এর পরম পূজনীয় মাতা স্বর্গীয় নমিতা রাণী দাশ (আলো) এর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে বান্দরবানে বিশ্বশান্তি গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে।১১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে বান্দরবানের শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘ এর সার্বিক সহযোগিতায় হাফেজঘোনা শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে দিনব্যাপী এই বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।
বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষ্যে সকাল ১০টায় প্রথমে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান শুভারম্ব হয়। বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পুরোহিত শ্রী শংকর চক্রবর্তী এর সহযোহিতায় এসময় পৌরহিত্য করেন চট্টগ্রামের চেধুরী হাটের পন্ডিত শ্রী সুকান্ত চক্রবর্তী (ভোলা)।

পরে সকাল ১১টায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ শুভারম্ব হয়। এসময় পৌরহিত্য করেন রাঙ্গামাটির বাঙ্গালহালিয়ার জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রামের মোহরা তারানন্দ মহাকালী যোগাশ্রম এর উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ,চট্টগ্রামের আনোয়ারা এর ব্রহ্মমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, চট্টগ্রাম চন্দনাইশ এর বৈলতলীর শ্রীমৎ মানিকানন্দ অবদূত ব্রহ্মচারী, পরিব্রাজক শ্রীমৎ স্বামী সন্তোষানন্দ গিরি মহারাজ, চন্দনাইশ সুচিয়া লোকনাথ সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অজপানন্দ মহারাজসহ দেশের বিভিন্ন মঠ মন্দিরের মহাত্মা মহারাজবৃন্দ ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!